স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক নামে সড়কের নামফলক উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় কাটিয়া আমতরা পাবলিক স্কুল মোড়ে পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সড়কের নামফলক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. আব্দুস সালেকের বড় পুত্র বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. সেলিম হোসেন। এসময় তিনি বলেন, ‘আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক নামে সড়কের ফলক উন্মোচন করায় আমি এবং আমার পরিবার সাতক্ষীরা পৌরসভা কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য পতাকা এনে দিয়েছেন। তাঁরা একজন একজন করে চলে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি লালন করবে। তিনি আরো বলেন, সাতক্ষীরার উন্নয়নে আমি সব সময় আপনাদের পাশে থাকবো। এ জেলার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ ও রেললাইনসহ সামগ্রিক উন্নয়নে আপনাদের সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নূরজাহান বেগম নূরী, পৌর সভার প্রধান নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, আ’লীগ নেতা মীর মশারফ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালেকের স্ত্রী মিসেস সাজেদা বেগম, ছেলে মো. সাঈদ হোসেন, মো. সোহেল হোসেন, মেয়ে সাবিনা সুলতানা, জেসমিন নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, ইব্রাহিম খান বাবু, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী ফিরোজ আহমেদ। সমগ্র অনুষ্ঠান পরিচারনা করেন পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল।