স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা খান রবিউল ইসলাম আর নেই। মঙ্গলবার রাত ১০টায় খুলনা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি————রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র,১ কন্যা, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল জোহর বাদ মেহেদীবাগ খোদেজাতুল কোবরা সংলগ্ন মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। জানাযার নামাজের পূর্বে মরহুমের মেহেদীবাগ বাড়িতে সদর থানার এসআই সুভাষের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ। জানাযা নামাজ শেষে মরহুমের লাশ কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।