মীর আবু বকর ॥ সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা ২০২৩ পরিদর্শন ও তালের বীজ বপন উদ্বোধন করেছেন সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবুল কালাম। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মেলায় গতকাল বিকাল ৪ টায় প্রবেশ করেন ডিএফও মোঃ আবুল কালাম। এসময় তিনি মেলার স্টল গুলি ঘুরে ঘুরে দেখেন। মেলায় বিলুপ্ত প্রজাতির হরেক রকমের ফলস বনোজ ও ঔষধ বিভিন্ন বৃক্ষ সহ নাম জানা অজানা বিভিন্ন বৃক্ষ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। পরে মেলার স্টলের পরিচালক এবং আগত বৃক্ষ প্রেমীদের উদ্দেশ্য বলেন,গাছ পরিবেশে ভারসাম্য রক্ষা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের বিকল্প নাই। বর্ষা মৌসুমে গাছ লাগানোর উপযুক্ত সময়। বেশি বেশি গাছ লাগান এবং সঠিকভাবে পরিচর্যা করুন। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।অপরদিকে গতকাল বিকাল সাড়ে ৫ টায় “গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিবেদকে সামনে নিয়ে সদরের দেবনগর বাইপাস সড়কে পরিবেশ সুরক্ষা ও উষ্ণতা রোধে এবং বজ্রপাত নিরোধ কল্পে সামাজিক বন বিভাগের আয়োজনে স্টীপ বাগানে তাল বীজ বপন কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল গনি, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, ফরেস্ট আছাফুর রহমান, এফবি রেজাউল করিম, সেবা সংস্থার সভাপতি এস এম কওছার সহ স্থানীয় নেতৃবৃন্দ,বিভিন্ন নার্সারি মালিক ও অসংখ্য বৃক্ষপ্রেমী। উল্লেখ্য সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার সমাপনী আজ অনুষ্ঠিত হবে।