স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বৃষ্টি কামনায় সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। সাতক্ষীরা সহ বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি নেই। বৃষ্টি না হওয়ায় আমন ধান রোপনে বিপাকে পড়েছে কৃষকেরা। প্রতিবছর এই সময় বৃষ্টিতে চারিদিকে পানি থৈ থৈ করে। কিন্তু এ বছর সম্পূর্ণ বিপরীত অবস্থা। আষাঢ় মাস শেষ হয়ে ভাদ্র মাসে পড়লেও তেমন বৃষ্টি নেই। গতকাল বিকালে বাইপাস সংলগ্ন মাঠে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করেন মুসলীরা। নামাজে ইমামতি করেন সদর হাসপাতাল মসজিদের পেশ ইমাম মুফতি সাইফুলাহ। নামাজ শেষে মহান আলাহর সন্তুষ্টি লাভের জন্য আবেগঘন ভাবে বিশেষ মোনাজাতে অংশ মুসলীরা। এছাড়া বিপুল সংখ্যক মুসুলীরা উপস্থিত ছিলেন। উলেখ্য আজ ও আগামীকাল একই স্থানে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হবে।