মীর আবু বকর \ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে সারাদেশে ন্যায় সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। আশ্রয়নের অধিকার উপহার এই প্রতিপাদকে সামনে রেখে গতকাল সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর উদ্বোধন করেন। অনুরূপভাবে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বাঁশ গৃহের চাবি ও দলিল হস্তান্তর কালে বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ উপহার দিয়েছিল। তিনি একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। এদেশে গৃহীন পরিবারের জন্য প্রথমেই তিনি বাস গৃহ নির্মাণ করেছেন। তার স্বপ্ন ছিল কোন মানুষ যেন গৃহহীন না থাকে। তিনি আমাদের মাঝে আর নাই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে। বঙ্গবন্ধু কন্যা সারাদেশ লক্ষ লক্ষ পরিবারের জন্য বাঁশ গৃহ নির্মাণের করেছেন। বিশ্বের ইতিহাসে এটি একটি রোল মডেল। এসময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার ডিএসবি মোঃ আতিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফারহাদ জামিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন, মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, চেয়ারম্যান এস এম আবুল কালাম, চেয়ারম্যান মাস্টার মোঃ মফিজুর রহমান, চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। উল্লেখ্য সদর উপজেলায় চতুর্থ পর্যায় (২য়) ধাপে ৪০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত সদর উপজেলায় মোট ৫৬৪ টি পরিবারকে পুনর্বাসন করে হয়। এর মাধ্যমে প্রাথমিকভাবে সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষনা করা হলো। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উপকারভোগী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।