মাছুদুর জামান সুমন/মীর আবু বকর \ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সহ সারাদেশে একযোগে জমির দলিল সহ ঘর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক প্রমুখ। অতিথি বৃন্দ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তরের পর ফটোসেশনে অংশ নেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক ও সার্ভেয়ার মো: বরকতউলাহকে ক্রেস্ট প্রদান করা হয়। উলেখ্য সাতক্ষীরা সদর উপজেলায় গতকাল ৩৯ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান।