মীর আবু বকর ॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রত্যয় এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে সেবাসমূহ জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল দুপুরে জেলা প্রশাসক প্রেস কনফারেন্স এসব কথা বলেন।”স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক আরো বলেন,বাংলাদেশ সরকার আগামী ৮ জুন ২০২৪ হতে সারাদেশে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার সকল উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদযাপন করা হবে। ৮ জুন সকাল ১০ জেলা শিল্পকলা একাডেমিতে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জনসচেতনতামূলক সভার মাধ্যমে সপ্তাহ ব্যাপী কার্যক্রম শুরু হবে। জেলার ৭ উপজেলায় ৫৮ টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হবে। বুথ স্থাপনের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। বিশেষ করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান।ই-নামজারির আবেদন গ্রহণ।অনলাইন খতিয়ানের আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা। নামজারী/জমাভাগ/খারিজ করতে মোট খরচ টাকা গ্রহণ করা হবে। এবং সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার দিবেন বুথে থাকা কর্মকর্তা। অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের পরিচালনায় প্রেস কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ মইনুল ইসলাম মইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভা সিইও মোঃ নাজিম উদ্দিন সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার ভূমি ও সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট।