স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ভেনামি চাষে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ভারতের এএম এক্সপোর্টার আয়োজনে গতকাল বিকালে আশাশুনি উপজেলার বলাবাড়ির কালী মন্দির চত্ত্বরে বিশিষ্ট্য ব্যবসায়ী তাফস মন্ডলের ব্যবস্থাপনায় ভেনামি চাষের উপর গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন। ভারতীয় এএম এক্সপোর্টারের কর্নধার প্রসিত কুমার হুদাইত। তিনি বিজ্ঞান সম্মত ভাবে ভেনামি চাষের পদ্ধতি, মৎস্য খামার প্রস্তুতি নিয়ম, খামার রেজিষ্ট্রেশনের সরকারি পদ্ধতি, বানিজ্যিক ভাবে ভেনামি চিংড়ি রপ্তানির সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ীূ মঞ্জু শেখ, তারক সরকার, নিমাই মন্ডল, সুদেব বিশ্বাস, পঞ্চানন বিশ্বাস, মোঃ আব্দুল সালাম, কিরন মন্ডল, পলাশ মন্ডল সহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।