স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ ও দুটি দোকানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জানা গেছে সয়াবিন তেল মজুদ রয়েছে এমন অভিযোগে ভিত্তিতে ভোক্তা অধিদপ্তর প্রথমে শহরে সাকার মোড়ের শারমিন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালায়। এসময় স্টোরের ভেতরের কক্ষ থেকে আগের দামের ৩৫ কার্টুন সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সুলতানপুর বড়বাজারে মেসার্স নুরানী স্টোরে অভিযান চালিয়ে করে ২৭০ লিটার তেল সহ মোট ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ করে। এ ঘটনায় দোকানের মালিক ইয়াসিন আলীকে ৫০ হাজার ও অপর মালিক মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা মোট দুটি দোকানে এক লাখ টাকা জরিমানা করা হয়। তারা আগের দামে কেনা তেল বর্তমানে বেশি দামে বিক্রির জন্য মজুদ রাখে। পরবর্তীতে তেল গায়ের রেট অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।