বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সাতক্ষীরায় ভোক্তা অধিদপ্তরের পৃথক অভিযান \ ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ \ ১ লাখ টাকা জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ ও দুটি দোকানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জানা গেছে সয়াবিন তেল মজুদ রয়েছে এমন অভিযোগে ভিত্তিতে ভোক্তা অধিদপ্তর প্রথমে শহরে সাকার মোড়ের শারমিন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালায়। এসময় স্টোরের ভেতরের কক্ষ থেকে আগের দামের ৩৫ কার্টুন সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সুলতানপুর বড়বাজারে মেসার্স নুরানী স্টোরে অভিযান চালিয়ে করে ২৭০ লিটার তেল সহ মোট ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ করে। এ ঘটনায় দোকানের মালিক ইয়াসিন আলীকে ৫০ হাজার ও অপর মালিক মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা মোট দুটি দোকানে এক লাখ টাকা জরিমানা করা হয়। তারা আগের দামে কেনা তেল বর্তমানে বেশি দামে বিক্রির জন্য মজুদ রাখে। পরবর্তীতে তেল গায়ের রেট অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com