স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্র সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২ জন। মর্মান্তিক ঘটনাটি রবিবার রাতে শহরের বাইপাস সড়কের কপি হাউজের সামনে। নিহতরা হলেন- কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র আব্দুল বারি (৫৫), তার পুত্র রেজোয়ান আহমেদ (২৫) মাহমুদুর রহমানÑ(৩৬), আহতরা হলেন, সদরের রইচপুর গ্রামের আব্দুল হাকিম, কলারোয়া কাকডাঙ্গা গ্রামের মনিরয়ম। স্থানীয় সূত্রে জানাগেছে, সাতক্ষীরা থেকে মটর সাইকেলে বাড়ি যাচ্ছিলেন রেজওয়ান ও তার পরিবারের সদস্যরা। এসসময় আপর দিক থেকে আসা একটি মটর সাইকের মুখোমখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থানে আব্দুর বারি মৃত্যু হয়। এবং তার পুত্র রেজওয়ান কে সামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ও পরে খুলনা যাওয়ার পথে মাহমুদপুর মারা যান। তবে মটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নিহতদের লাশ উদ্ধার পূর্বক সুরাত হাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।