স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব কেরামত আলী বিশ্বাসের ১৪তম ও মরহুমা আনোয়ারা বেগমের ৬ষ্ট বাৎসরিক দোয়া অনুষ্ঠান উপলক্ষে ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সমাপ্ত হয়েছে। মরহুম আলহাজ কেরামত আলি বিশ্বাসের পরিবারবর্গের আয়োজনে গতকাল বাদ আসর হইতে সদরের মাধবকাটি চুপড়িয়া বিশ্বাসবাড়ী জামে মসজিদ চত্ত¡রে সমাপনী দিনে বাংলাদেশ গ্রামীন ব্যাংকের (অবসরপ্রাপ্ত) ডিজিএম মো: মিজানুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, প্রধান মেহমান হিসাবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসিরে কোরআন দেশ ও বহিবিশ্বে ইসলাম প্রচারক ও সুন্নিয়তের নয়নের মনি পীর সাহেব খানকায়ে কাদেরীয়া হামিদীয়া অলীয়া দরবার শরীফ হাফেজ মাও: ওয়ালীউলাহ আশেকী মালয়েশিয়া পেলায়ু পেনাং মসজিদের প্রাক্তন ইমাম ও ঢাকা উত্তরা আশকোনা হাসান হুসাইন মসজিদের খতিব। প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সেরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি গিয়াস উদ্দীন তাহেরী চেয়ারম্যান, দাওয়াতী ঈমান-ই বাংলাদেশ, ফয়েজিয়া দরবার শরীফ, চাপাই বি-বাড়ীয়া। মাহফিল পরিচালনা করেন হযরত মাওঃ আশরাফুল ইসলাম আজিজী। মাহফিলের পৃষ্টপোষকতায় ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা: মো: শামছুর রহমান। মাহফিলে বিপুল সংখ্যক মুসুলী উপস্থিত ছিলেন। মাহফিল শেষে মরহুম কেরামত আলী বিশ্বাস ও মরহুমা আনোয়ারা বেগম সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে দুই দিন ব্যাপী মাহফিল সমাপ্ত হয়।