স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব কেরামত আলী বিশ্বাসের ১৫তম ও মরহুমা আনোয়ারা বেগমের ৭তম বাৎসারিক দোয়া উপলক্ষে ওয়াজ মাহফিল শুরু হয়েছে। মরহুম কেরামত আলী বিশ্বাসের পরিবার বর্গের আয়োজনে গতকাল বিকাল থেকে সদরের মাধবকাটি চুপড়িয়া বিশ্বাস বাড়ি জামে মসজিদ চত্বরে পবিত্র কুরআন হাদীসের আলোক বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাছিরে কোরআন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাছিরে কোরআন ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠকারী হযরত মাওলানা মুফতী শফিউল্লাহ (দা. বা) কিশোরগঞ্জ। কুরআন হাদীসের আলোক বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিজয় টিভিইসলামী আলোকেমাওলানা আশরাফুল ইসলাম আজিজী, জৌনপুর দরবার শরীফের মুয়াজ্জিন হাফেজ মাওলানা মুফতী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডা: মো: শামছুর রহমান, ও স্থানীয় ওলমায়ে কেরাম ও গন্যমান্য ব্যক্তি। মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লীরা আংশ নেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বিশ্বাস।