স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বিশিষ্ট সমাজ সেবক ডা: মো: শামছুর রহমানের পিতা মরহুম আলহাজ্ব কেরামত আলী বিশ্বাসের ১৫তম ও মাতা মরহুমা আনোয়ারা বেগমের ৭তম বাৎসররিক দোয়া উপলক্ষে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মরহুম কেরামত আলীর পরিবার বর্গের আয়োজনে সদরের মাধবকাটি চুপড়িয়া বিশ্বাস বাড়ি জামে মসজিদ চত্ত্বরে গতকাল দুপুরে পবিত্র কুরআন হাদীসের আলোকে বয়ান পেশ করেন আমির তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ ও বর্তমান বাদ্দিনাশীল পীর, আব্বাসী মঞ্জিল, জৌনপুরী দরবার শরীফ মুফতি ড. সাইয়েদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী জৌনুরী হুজুর। তাফসির করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন দেশ ও বহি বিশ্বে ইসলাম প্রচারক ও সুন্নিয়তের নয়নের মনি পীর সাহেব খানকায়ে কাদেরীয়া হামদীয়া আলীয়া দরকার শরীফ আশকোনা ঢাকার হাফেজ মাও: ওয়ালীউল্লাহ আশেকী, সুনির্দিস্ট দলীল ভিত্তিক আলোচক, সুন্নিয়তের নয়নের মনি ও বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়ান জামাতের যুগ্ম সাংগঠনিক সচিব আল্লামা হযরত মাও: মোহাম্মাদ হাসানুর রহমান হোসাইন, অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, জেলা আ’লীগের যুগ্মসাধারন সম্পাদক ও সাবেক সউপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, উপস্থিত স্বাগত বক্তব্য রাখেন বিশিস্ট শিশু চিকিৎসক ডা: শামছুর রহমান সহ স্থানীয় ওলামায়ে কেরাম। মাহফিল শেষে সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো: তৌহিদুর রহমান বিশ্বাস।