স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় সমাবেশের নামে বিএনপি-জামাত কর্তৃক পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও দেশের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরায় শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আলীগের আয়োজনে গতকাল বেলা ১১ টায় শহরের নিউমার্কেটের সামনে জেলা মহিলা আলীগের সভাপতি এড ফরিদা আখতার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, অগ্নিসংযোগ ও দেশে নৈরাজ্য সৃষ্টি করা বিএনপি জামাতের দীর্ঘদিনের অভ্যাস। গত শনিবারে সমাবেশের নামে সেই ঘটনা সৃষ্টি করে প্রমাণ করেছেন। তারা হরতাল দিয়েছিল কিন্তু এদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা আবার দেশকে পিছিয়ে ফেলার জন্য অবরোধ ডেকেছেন বাংলাদেশের মানুষ তাদের আহবানে আর সাড়া দেবে না। দেশের মানুষ এখন উন্নয়ন চাই উন্নয়ন চাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি এদেশের মানুষের আস্থা তৈরি হয়েছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ,পৌর লীগের সাধাঃ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন,জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস।এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালী, জেলা মহিলা আলীগের সহ-সভাপতি ইসমত আরা, যুগ্ম সাধাঃ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, এসময় আলীগ ও জেলা মহিলা আলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আলীগের সাধাঃ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জোৎস্না আরা।