স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জাতীয় মহিলা সংস্থা ও জেলা মহিলা আ’লীগের উদ্যোগে পৃথক ভাবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে গতকাল বেলা ১২টায় মহিলা সংস্থার হল রূমে সংগঠনের জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক জ্যোস্না আরার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. ফরিদা আক্তার বানু, সদস্য শিমুল শামস, রুমা রাণী, মহিলা সংস্থার কর্মকর্তা শেখ মোকছেদ আলী, অপর দিকে দুপুরে জেলা মহিলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা জেলা মহিলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে এসময় মহিলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক জ্যোস্না আরা।