শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাতক্ষীরায় মহিলা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় মহিলা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৪ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল দিন ব্যাপী সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক পত্নী মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, সাতক্ষীরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। মোস্তাফির সৌম্য পাশাপাশি মাসুরা সাবিনা ও শিরিনা বাংলাদেশের সর্বশেষ স্থানে আসেন হয়েছে। এখানের ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে হবে। সাতক্ষীরার মেয়েরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে আগামীতে আরও নতুন নতুন খেলোয়ার তৈরি করা সম্ভব হবে। আজকের খেলায় অংশ গ্রহন কারীরা আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর সংসদ সদস্য পত্নী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা করিমন নেছা, জেলা পরিষদ চেয়ারম্যান পত্নী মিসেস সালেহা নজরুল, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) পত্নী ও সহ-সভানেত্রী মিসেস জেসমিন নাহার, সদর সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন, এনডিসি সজীব তালুকদার, মহিলা ক্রীড়া সংস্থার মিসেস শাহিনুর আক্তার টুম্পা, মিসেস মোহছেনা আক্তার বানু শাহানা আক্তার বুলু, জেসমিন আক্তার চন্দন, এসমোতারা, মমতাজ খাতুন, রুপালী খান, মারুফা আক্তার স্বপ্না, রাফিয়া খাতুন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিচারকের দায়িত্ব পালন করেন শিমুন শামস, মির্জা মনিরুজ্জামান কাকন, কাজী কামরুজ্জামান। প্রতিযোগিতায় জেলার ৭ টি উপজেলা থেকে আগত এ্যাথলেটসবৃন্দ অংশ গ্রহন করেন। এর পূর্বে সকালে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। তত্ত্বাবধান করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com