বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা,পুরস্কার বিতরণী সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ পালিত হয়েছে।”মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এই প্রতিপাদ্য সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, তিনি বলেন, বর্তমান সময়ে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পরিবারে একজন ব্যক্তি মাদকাসক্ত হলে পুরো পরিবার অশান্তিতে থাকে।আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। শুধু আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে মাদক নির্মল সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে সহনশীল পর্যায়ে আনা সম্ভব। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি।স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি শেখ মোঃ হাশেম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা আলীগের সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল সালাম,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়েইব আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ,বি আর টি এর সহকারী পরিচালক কে এম মাহবুব কবির সহ সকল উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা,জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি। সভা শেষে চিত্র অংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য জাতীয় পর্যায়ে এবার মাদকবিরোধী প্রতিযোগিতায় বিজয়ী সারাদেশের ২১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া সিদ্দিকা ও মৌমিতা হাসান সেঁজুতি, সাতক্ষীরায় কালেক্টর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ সাদিকুর রহমান। এছাড়া জেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com