স্টাফ রিপোর্টার ঃ মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থার এক সভা গতকাল বিকাল ৩টায় সাতক্ষীরা নবারুন স্কুল হল রুমে সংগঠনের জেলা সভাপতি ও প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো: মাহমুদুল হাসান মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচীব মো: সিজুল হক মিনা, খুলনা বিভাগীয় পরিচালক আইনুল কবীর সুমন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী সুজন, কলারোয়া উপজেলা সভাপতি সামসুর রহমান, সাহিত্য সম্পাদক শেখ ছিদ্দিকুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার জেলা সম্পাদক মো: আজগর আলী, ও শাহানারা আক্তার। সভায় গনমাধ্যম মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।