স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মান্নান হীরা রচিত নাটক ফুটপাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে দীপালোক একাডেমীর সভাপতি বরুন ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউলাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন। এছাড়া জেলার বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নাটক মঞ্চস্থ হয়।