শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

সাতক্ষীরায় মাসজিদে কুবা পরিদর্শন করলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মাসজিদে কুবা কমপ্লেক্স পরিদর্শন করলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার। গতকাল সকালে শহরের মেহেদীবাগ মাসজিদে কুবায় বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার প্রবেশ করলে মসজিদ কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দরা তাকে স্বাগত জানান। বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার মাসজিদে কুবা কমপ্লেক্সে প্রবেশ করে দুই রাকাত নফল নামায আদায় করেন। নামাযের পর তিনি মাসজিদে কুবা কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখেন। মাসজিদে কুবার কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, সাতক্ষীরা শহরের মধ্যে এটি একটি নান্দনিক মসজিদ। মসজিদ আল­াহর ঘর। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আপনারা বেশি বেশি দান করুন। দান করলে কখনো বিফলে যায়না। মাসজিদে কুবার উন্নয়ন কর্মকান্ডের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করুন। তিনি মাসজিদে কুবা কমপ্লেক্সের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপ্রীম কোর্টে বারের সহসভাপতি এড. মোহাম্মদ হোসেন, মাসজিদে কুবা কমপ্লেক্সের কোষাধ্যক্ষ আব্দুল করিম, মুয়াজ্জিন হাফেজ মাহমুদুল হাসান, সাতক্ষীরা সার্কিট হাউজের স্টাফ মো: আনোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com