স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মাসজিদে কুবা কমপ্লেক্স চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা মাসজিদে কুবা কমপ্লেক্সে প্রবেশ করলে মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, উপদেষ্টা ও ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু, সাধারন সম্পাদক আব্দুর রশিদ সহ অন্যঅন্য সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, মাসজিদে কুবা কমপ্লেক্স মানুষের কল্যানে কাজ করছে। এই রকম ব্যতিক্রমধর্মী সেবামূলক কাজ করার জন্য মাসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। মাসজিদে উন্নয়নের ক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শহরের মধ্যে এটি একটি নান্দনিক মসজিদ। মাসজিদে কুবা কমপ্লেক্সের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন মাসজিদে কুবা কমপ্লেক্সের সভাপতি জিএম নূর ইসলাম, উপদেষ্টা তৈয়েব হাসান বাবু, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ আব্দুল করিম, সমাজসেবা সম্পাদক শেখ আবু জাফর, পাঠাগার সম্পাদক মোঃ গোলাম হোসেন, নির্বাহী সদস্য মোঃ শাহাদাত হোসেন, মোঃ জিয়াউর রহমান জিয়া, মুয়াজ্জিন মাওলানা মোঃ আব্দুস সবুর।