স্টাফ রিপোর্টার ঃ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সন্তান সংসদের জেলা সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সহ-সভাপতি মনিরুজ্জামান নয়ন, সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান সুমন, এসময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।