স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ঐতিহাসিক ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা আ’লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের অদূরে লেকভিউতে বাংলাদেশ আ’লীগ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আ’লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, সহ সভাপতি আবু আহমেদ, শেখ সাইদ উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারন সম্পাদক সুমন রহমান প্রমুখ। এছাড়া জেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।