স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিব শতবর্ষ স্বাধীনতার মাসে লোক সাংস্কৃতিক উৎসব ২০২১-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ৪র্থ দিনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈক্ষন সাংস্কৃতিক সংসদের সভাপতি পল্টু বাসার, দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, প্রেসক্লাব সাঃ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন। বক্তারা বলেন, লোক সাংস্কৃতিক আমাদের বাঙালী জাতির ঐতিহ্য দীর্ঘদিন এই ঐতিহ্য বাঙালি জাতি ধারন ও লালন করে আসছেন। এই লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক উৎসবের আসর বসে। লোক সাংস্কৃতিক উৎসব বর্ণিল আয়োজনে প্রতিবছর আয়োজন করতে হবে। এর যথাযথ চর্চা না থাকলে হারিয়ে যেত লোক সাংস্কৃতি। বক্তারা আরও বলেন এই উৎসবটি শুধু জেলা পর্যায়ে করলে চলবে না উপজেলা পর্যায়ে করতে হবে। এমন ভাবে প্রতিবছর লোক সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে বাঙালীর সাংস্কৃতি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কাজী নাসির উদ্দিন, ভোরের পাতার জেলা প্রতিনিধি মো: মহিদার রহমান, কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সাঃ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক শহীদুল ইসলাম, সঙ্গীত শিল্পী মো: জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।