স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীর ল্যাপটপ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসকের নিজস্ব কার্যালয় জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বুয়েটে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী মোঃ আমির হোসেনের হাতে ল্যাপটপ ও নগদ অর্থ প্রদান কালে বলেন,সাতক্ষীরা জেলা প্রশাসন সব সময় মেধাবীদের পাশে রয়েছেন। মেধাবী যদি অসহায় ও দারিদ্র্য পরিবারের সদস্য হয় তবে তার সহায়তার জন্য জেলা প্রশাসন সবার আগে। অর্থের অভাবে কোন মেধাবীর লেখাপড়ায় বাধাগ্রস্ত হচ্ছে, জানার সাথে সাথে জেলা প্রশাসনকে তার পাশে পাবে। সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ মাহমুদপুর কৃতি শিক্ষার্থী মোঃ আমির হোসেন। সে বাংলদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পেয়েছেন। সদরের আলিপুর গ্রামের বাসিন্দা কৃষক পিতা আদর আলি সরদার পক্ষে ভর্তির টাকা যোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। কলেজের অধ্যক্ষ মাধ্যমে জানতে পেরে তাকে ভর্তির ব্যবস্থা করি। ওই শিক্ষার্থীর লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন পাশে থাকবে। অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ থাকতে পারে না। ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম।