চীফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মেহেদীবাগে আরা সংস্থার কার্যালয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে সংস্থার কার্যালয়ে সংস্থার আয়োজনে আরা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা ডাঃ সহিদুর রহমান। তিনি বলেন আরা সংস্থা একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা। পবিত্র রমজানে মাসে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। আমরা এই সংস্থার সমৃদ্ধি কামনা করি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, এড. শেখ তামিম আহমেদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, জিএম বখতিয়ার আলি, আশিকুর রহমান, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোঃ আমজাদ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মোঃ সুলতান মাহমুদ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ইদ্রিস আলী।