স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরের মেহেদীবাগ গ্রামের মোসলেমা খাতুনের বসতঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সকালে উন্নয়ন কমিটির পক্ষ থেকে আরা সংস্থার কার্যালয়ে কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম ক্ষতিগ্রস্থ মোসলেমা খাতুনের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, মেহেদীবাগ উন্নয়ন কমিটি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকায় কোন সমস্যা দেখা দিলে এই কমিটি সমাধান করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি মোমিনুল ইসলাম শামীম, সাধারন সম্পাদক ও আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দপ্তর সম্পাদক রেজাউল করিম, নির্বাহী সদস্য শফিউল ইসলাম, মাষ্টার জাকির হোসেন, আশিকুর রহমান প্রমুখ।