মীর আবু বকর ॥ সাতক্ষীরায় হারানো মোবাইল ও বিকাশের উদ্ধার করা টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১ টায় পুলিশ লাইন ডিলসেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। তিনি ভুক্তভোগী মানুষের মাঝে মোবাইল ফোন হস্তান্তর করা পূর্বে বলেন, আপনাদের প্রয়োজনীয় মোবাইল ফোন হারিয়ে গেলে চরম দুর্ভোগে পড়তে হয়। জিনিসটি উদ্ধারের জন্য আপনারা জিডি করে বসে থাকেন। এরপর পুলিশের উদ্ধারের কার্যক্রম শুরু হয়। একটি মোবাইল উদ্ধারের জন্য পুলিশকে দেশের বিভিন্ন জেলায় যেতে হয়। অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই মোবাইল উদ্ধার করে আপনাদের ফিরিয়ে দিই। তিনি আরো বলেন, পুলিশ শুধু মোবাইল উদ্ধার করে না, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত রয়েছেন। জেলা পুলিশ সাতক্ষীরা বাসীর নিরাপদ রাখতে দিন রাত কাজ করে যাচ্ছে। কোন জঙ্গি গোষ্টি সাতক্ষীরা আর পিছিয়ে ফেলতে পারবে না। মাদক চোরা কারবারী সহ সকল অপরাধীদের জন্য পুলিশ কঠোর থাকবে। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না দেওয়া। আপনারা পুলিশকে সার্বিক সহায়তা করবেন। এসময় ১৭০ টি হারানো মোবাইল ও ৩ লক্ষ ৪০ হাজার ২০০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার ও সদর সার্কেল মীর আসাদুজ্জামান, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, ডিআইওঅন শেখ ইয়াছিন আলম চৌধুরী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই অহিদুল ইসলাম।