স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের যুগপূর্তি উপলক্ষে সাহিত্য সম্মেলন গুণীজন সংবর্ধনা মৌচাক প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে মনোমুগ্ধকর পরিবেশে প্রকাশনা উৎসবে মৌচাক সাহিত্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন তিনি বলেন, কবিতা সাহিত্য মানুষের মনের খোরাক যোগায়। মানুষের যখন কোন কিছু ভাল লাগেনা তখন সাহিত্য দিকে মন টানে। কবি সাহিত্যিকরা দেশের মননশীলতাকে ধরে রেখেছেন। কবিতা ও সাহিত্য মনোনিবেশ থাকলে দেশের প্রতি ভালবাসা অনুপ্রেরনা যুগায়। মহান স্বাধীনতার সময় কবিতা ও সাহিত্যিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। দেশপ্রেম গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। মৌচাক সাহিত্য পরিষদের এ কর্মকাণ্ড অবশ্যই প্রশংসনীয়। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্যিক ভাষা গবেষক অধ্যাপক কাজী মুহাম্মদ অলিউলাহ, প্রাক্তন সিভিল সার্জন সিভিল সার্জন ডাঃ এবাদুলাহ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। আলোচক হিসেবে সাহিত্যের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, যশোরের সাহিত্য গবেষক ডঃ সবুজ শামীম আহসান। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধাঃ সম্পাদক ও মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক মোজাম্মেল হোসেন, দুর্নীতির প্রতিরোধ কমিটির সদস্য সদস্য ও মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা মোঃ আব্দুর রব ওয়ার্ছি, জেলা সাহিত্য পরিষদের সাধাঃ সম্পাদক মনিরুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল অদুদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিলন, জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, ইক্ষুন সাহিত্য পরিষদের সভাপতি কবি পল্টু বাসার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সাহিত্যিক মফিজুল ইসলাম। সভা শেষে ভারতীয় অতিথি শিল্পীদের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন। এসময় মৌচাক সাহিত্য পরিষদ সহ জেলা সাহিত্য অঙ্গনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৌচাক সাহিত্য পরিষদের সাধাঃ সম্পাদক সাহিত্যিক ও কবি আব্দুল ওহাব আজাদ।