স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিম খানা ৩য় তলা গতকাল ৯ রমজান বিকালে মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি আবদুর রশীদ সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ, বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, গাজী আবুল কাশেম, জেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ম জামান, আব্দুল মজিদ, মো: সোহরাব হোসেন মনু, বক্তারা বলেন, সাহিত্য মানুষের মনের খোরাক যোগায়। বাঙ্গালী সাংস্কৃতির নাড়ীর সাথে মিশে আছে কবিতা সাহিত্য। বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর কবিতা ও সাহিত্যর মাধ্যমে নোবেল পুরস্কার পেয়েছিল। আমাদের তরুন প্রজন্মকে সাধারন শিক্ষার পাশাপাশি সাংস্কৃতি চর্চার প্রতি উৎসাহিত করতে হবে। পড়ার কোন বিকল্প নেই। সমাজ রাষ্ট্রকে বাঁচাতে বাঙ্গালী সাংস্কৃতির চর্চার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে মৌচাক সাহিত্য পরিষদ অগ্রনী ভূমিকা পালন করেছে। আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক মাও. মো: মিজানুর রহমান আজমী, তিনি মাহে রমজানের ফজিলাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় জেলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও: আনোয়ারুল হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৌচাক সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক কবি আবদুল ওহাব আজাদ।