স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসে মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে মৌচাক সাহিত্য পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুল বারীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে সকলকে ইবাদত বন্দেগি করার জন্য উৎসাহিত করতে হবে। রোজা মানুষকে সংযমী মনোভাব গড়ে তোলার প্রশিক্ষন দেয়। রমজান মাস সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের সৎ হিসাবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন আজকের মৌচাক সাহিত্য পরিষদ ইফতার মাহফিলের উদ্যোগ গ্রহন করেছে এটা খুবই প্রশংসনীয়। আপনারা শিশুদেরকে লেখনীর মাধ্যমে সাহিত্য পরিষদের দিকে উৎসাহিত করবেন। শিশুদের মেধাকে বিকশিত করবেন। আমরা মৌচাক সাহিত্য পরিষদের সমৃদ্ধি কামনা করি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তৃপ্তি মোহন মল্লিক, আব্দুল মজিদ, পল্টু বাসার, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ ইমদাদুল হক, ড: মো: রবিউল ইসলাম, ম জামান, মন্ময় মনির, সিরাজুল ইসলাম, সায়েম ফেরদৌস মিতুল, মুছাকরিম, মজিরুজ্জামান মুন্না, শেখ আজিজুল হক প্রমুখ। এছাড়া মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হাসান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আব্দুল ওহাব আজাদ।