স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরায় যশোরের অধুনালুপ্ত সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহানারা বেগমের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক কেন্দ্রের আয়োজনে দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন কালের চিত্রের সম্পাদক সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল বারী, আর টিভি সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী। বক্তারা বলেন, শাহানারা বেগম একজন সাহসী সাংবাদিক ছিলেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি। তার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিনুজ্জামান বাবু, জেলা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এসএম মহিদার রহমান, সাংবাদিক শামীম পারভেজ, রবিউল ইসলাম, আহসানুর রহমান রাজীব, আব্দুস সামাদ, শ্রমিক নেতা আব্দুলাহ সরদার প্রমুখ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ।