স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় যুবলীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যহত রাখতে গতকাল বিকালে শহরের নিউ মার্কেটের সামনে শহিদ স ম আলাউদ্দিন চত্ত্বরে জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফি আহমেদ, সহ সভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা কাজী নজরুল ইসলাম, এড. তামিম আহমেদ সোহাগ, তানভির হুসাইন সুজন, প্রভাষক মঈনুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা স ম আব্দুস সাত্তার, সাংবাদিক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, রেজা আল আমিন শুভ, বশির আহমেদ। এসময় আশাশুনি, দেবহাটা, তালা, কলারোয়া, সদর উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটের সামনে এসে শেষ হয়।