স্টাফ রিপোর্টার ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে রাত পোহালে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল ধরনের প্রচার প্রচারণা শেষ হয়েছে। প্রার্থীরা নিজেদের পক্ষে আনার জন্য জনগণকে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। সেই কাঙ্খিত ভোটের মাধ্যমে আজ জনগণ তাদের উপজেলার অভিভাবককে নির্বাচিত করবেন। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের আশ্বস্ত করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ ভোট গ্রহণ কারী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে বুঝিয়ে নির্বাচনী সকল সরঞ্জাম। এ সময় উপজেলা নির্বাচন অফিসার সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে ভোটের দিন সকালে পাঠানো হবে ব্যালট পেপার। নির্বাচনী সরঞ্জাম সাথে নিয়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় চলে গেছেন। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন লক্ষ্যে মাঠে থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক সদস্য। জেলা নির্বাচন অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান, একটি সুন্দর নির্বাচনের লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারবে। সাতক্ষীরা উপজেলায় একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ১৪০ কেন্দ্রে ৪ লক্ষ ৬ হাজার ১৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ প্রার্থী। তারা হলেন জেলা আলীগের নেতা এস এম শওকত হোসেন মটর সাইকেল প্রতীক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু লাঙ্গল, সদর উপজেলা আলীগের নেতা মোঃ গোলাম মোরশেদ চিংড়ি মাছ, আলীগের নেতা প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আনারস ও যুবলীগের নেতা এড তামিম আহমেদ সোহাগ ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। আজ সকাল ৮টায় ভোট শুরু হবে চলবে বেলা ৪ টা পর্যন্ত। ভোট গ্রহণের পর জানা যাবে শেষ হাসি কে হাসবে। উল্লেখ্য ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই বিজয়ী হয়েছেন।