স্টাফ রিপোর্টার ॥ একজন জামায়াত কর্মী মানেই একজন সমাজকর্মী এই স্লোগানকে সামনে রেখে গতকাল সাতক্ষীরা পৌর সভার বিভিন্ন সড়ক সংস্কার করেছে জামায়াত বিবিরের নেত্ কর্মীরা। তিন নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌরপূর্ব থানা শাখার উদ্যোগে পৌর ৩ নং ওয়ার্ড এর পুরাতন সাতক্ষীরার এ করিম স্কুলের সামনে শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণের কষ্ট লাঘব করার জন্য তাদের রাস্তাটি সংস্কার করতে দেখা যায়। এ সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ,মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামী ছাত্রশিবির পৌর পূর্ব থানা শাখার সভাপতি, মোঃ মাসুদ রানাসহ জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতের আমির মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির একটি সুসংগঠিত এবং আদর্শবাদী সংগঠন। আমরা সব সময়জনগণের পাশে থেকেছি এবং সব সময়জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করে যাচ্ছি।