সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মাস ব্যাপী তহবিল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডবলূ, এসএম শওকত হোসেন, এএসএম আক্তার, কামরুল ইসলাম, ইলিয়াস হোসেন প্রমুখ। এছাড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি