বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

সাতক্ষীরায় রেলপথ এবং বাস্তবতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা একটি দেশের সর্বাপেক্ষা ভাল ও উন্নত চিত্র হিসেবে বিবেচিত করা হয়। আমাদের দেশের সামগ্রীক যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, এবং আধুনিক, বাস্তবতা হলো দেশের সড়ক রেল এবং বিমান যোগাযোগ সময়োপোযোগী বলা যায় আমাদের দেশের সড়ক ও মহাসড়ক গুলো বিশ্বমানের। বাংলাদেশের রেল যোগাযোগ ও বিশেষ উন্নয়নের ছোয়ায় পৌছেছে। সারাদেশে রেল পথের স¤প্রসারন ব্যাপক ভাবে বিস্তৃত। দেশের অন্যতম সম্ভাবনাময় জেলা হিসেবে সাতক্ষীরার পরিচিতির শেষ নেই। সাতক্ষীরা জাতীয় অর্থনীতিতে অতি গুরুত্বপূর্ণ ও কাঙ্খিত ভূমিকা রেখে চলেছে। কিন্তু বাস্তবতা হলো সাতক্ষীরা এখনও পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা তথা রেল পথের সুবিধা হতে বঞ্চিত। রেলপথ এমন এক মাধ্যম বা এমনই এক যোগাযোগ ব্যবস্থা যা যাতায়াত এবং যোগাযোগকে নির্বিগ্ন করে এবং খরচও অনেকাংশে কম এখানেই শেষ নয় পণ্য পরিবহনের ক্ষেত্রে রেল যোগাযোগ অনন্য, অসাধারন, সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত একাধিকবার সাতক্ষীরায় রেলপথ নিয়ে অতি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদন গুলোতে বলা হয়েছে সাতক্ষীরার বিশলক্ষাধীক মানুষের আশা এবং প্রত্যাশা সাতক্ষীরায় রেলপথ বা রেল যোগাযোগ প্রতিষ্ঠা করা। দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত সাদা সোনা খ্যাত চিংড়ী সাতক্ষীরা জেলাতে সিংহ ভাগ উৎপাদন হয় এবং বিশ্ববাজারে রপ্তানী পরবর্তি চিংড়ীর পণ্য পরিবহন হিসেবে কম খরচে রেল পথই সর্বেসর্বা। এখানেই শেষ নয় সাতক্ষীরা বরাবরই শষ্য ভান্ডার জেলা হিসেবে বিবেচিত এই জেলায় উৎপাদিত কৃষিপণ্য রাজধানী ঢাকা সহ অপরাপর জেলায় নিতে ট্রাক বা অন্যান্য যানবাহনে খরচ বেশী সে ক্ষেত্রে রেল গাড়ীতে খরচ অনেক কম, এক কথায়, এক বাক্যে সাতক্ষীরায় রেল পথের বিকল্প নেই। অবিলম্বে সাতক্ষীরায় রেল পথই জেলার উন্নয়নের ক্ষেত্র নিশ্চিত করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com