স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় রোটারী ক্লাব অব উদ্যোগে রোটা বর্ষ ২০২২-২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় রোটারী ক্লাবের আয়োজনে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বরে। রোটারী ক্লাব অব সাতক্ষীরা প্রেসিডেন্ট রোটাঃ ফারহা দীবা খান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাঃ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এবং পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোটাঃ আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার এ্যাসিসটেন্ট গভর্ণর রোটাঃ এনছান বাহার বুলবুল, সম্মানিত অতিথি সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোঃ শাহাজান কবির, ইমিডিয়েট প্রেসিডেন্ট রোটাঃ হাবিবুর রহমান হাবিব, রোটাঃ শফিউল ইসলাম, রোটাঃ সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ আশরাফুল করিম ধনি, রোটাঃ বিশ্বজিৎ ঘোষ, রোটাঃ মাহমুদুল হক সাগর, রোটাঃ বিশ্বজিৎ সাধু, রোটাঃ মাগফুর রহমান, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ শহিদুর রহমান, রোটাঃ মোঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ নুর মোহাম্মদ পাড়, রোটাঃ নুরুল হক, রোটাঃ অলিউলাহ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মাহফুজা সুলতানা রুবি, রোটাঃ শামীমা পারভীন রতœা, রোটাঃ নাসিমা খাতুন, রোটারেক্ট আব্দুলাহ আল মামুন। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা সদস্য ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল সাড়ে ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সাতক্ষীরায় রোটারী ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রোটারী ক্লাবের সেক্রেটারী রোটাঃ মোঃ মশিউর রহমান বাবু।