স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় র্যাবের অভিযানে ১টি দেশী পিস্তল, ১ বোতল বিদেশী মদ এবং ১ কেজি ৫০০ গ্রাম গান পাউডার সহ ১ জন অস্ত্রধারীকে আটক করা হয়েছে। আটককৃত হলেন খুলনা জেলার দিঘলিয়া থানা পদ্মবিলা এলাকায় মৃত শাহাদাৎ হোসেনের পুত্র আবুল কাশেম (৬৫)। র্যাব সূত্রে জানাগেছে, শনিবার রাতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ি সাকিনস্থ বিল্ডিএর সামনে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাতক্ষীরা ক্যাম্পের র্যাবের একটি দল বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি এলাকা অভিযান চালিয়ে আসামী আবুল কাশেমকে আটক করে। আটক কৃত আসামীকে আলামত সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। সাতক্ষীরা র্যাব-৬ সিপিসি-১ কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।