স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে চাঞ্চল্যকর ধর্ষন মামলার আসামী আটক করা হয়েছে। আটক মো: রাকিব হোসেন (২০) কলারোয়ার বাসিন্দা আব্দুল খালেকের পুত্র। র্যাব সূত্রে জানাগেছে, সাতক্ষীরা কলারোয়া ভিকটিম গত ২০ সেপ্টেম্বর প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে গেলে পূর্বে ওৎ পেতে থাকা আসামী ভিকটিমকে মুখ চেপে ধরে নিয়ে বাড়ির পার্শ্ববতি পুকুরের পাড়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। ভিকটিম কে পূর্ব থেকে স্কুলে যাওয়ার পথে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সে রাজী না হওয়ায় শেষে এ পরিকল্পনা করে। এঘটনায় তার মা বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর কলারোয়া থানায় ধর্ষনের মামলা দায়ের করে। পরবর্তীতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে গতকাল রাতে যশোর জেলার ঝিকরগাছা শুকরকোলা গ্রামের বাাঁকড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী কে আটক করে। আটককৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।