স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২টি ডায়াগনষ্টিক সেন্টারে ৫৫ হাজার টাকা জরিমানা, ও চিকিৎসক কে সাজা এবং ১টি ডায়াগনষ্টিক সেন্টার সীলগালা করা হয়েছে। সাতকষীরা র্যাব ৬ সূত্রে জানাগেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় র্যাবের একটি টিম শহরের শেফা ডায়াগনষ্টিকক সেন্টার ও আস্থা ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে। এ সময় ভুয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনা করার শেফা ডায়াগনষ্টিক সেন্টারের মালিক শহরের পলাশপোল এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক কে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভুয়া চিকিৎসক সদরের দেবনগর বাসিন্দা বিপুল কুমার দাশ ওরফে বিকে দাশ কে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অনুরুপ ভাবে আস্থা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে রেজিষ্ট্রেশন না থাকায় প্রতিষ্ঠানের মালিক মাগুরা গ্রামের বিশ্বজিৎ কে ১০ দিনের কারাদন্ড এবং ডায়াগনষ্টিক টি সীল গালা করা হয় ও ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে স্বদেশ ক্লিনিককে সতর্ক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আল আমিন র্যাবের স্কোয়াড লিডার মো: ইসতিয়াক হোসেন র্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো: নাজমুল হোসেন ও সিভিল সার্জন অফিসের এমওডিসি ডা: জয়েন্দ সরকার।