স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক ওয়ারেন্ট ভূক্ত আসামী মো: আরশাদ আলী মিস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আশাশুনি থানার কল্যানপুর গ্রামের মৃত আদম আলী মিস্ত্রীর পুত্র আরশাদ আলী মিস্ত্রী (৫৩)। র্যাব সূত্রে জানাগেছে, গতকাল দুপুরে খুলনা জেলার দিঘুলিয়া থানাধীন ব্যারাকপুর এলাকায় অবস্থান করতেছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সিপিসি-১ কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত একপত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।