স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২ কেজি গাজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত হলেন কলারোয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের ঝিকরা পুর্বপাড়া গ্রামের ছবেদ আলী গাজীর পুত্র সেলিম হোসেন গাজী ৪৫। অপর জন কলারোয়া পৌরসভার ১নং ওয়ার্ডের তুলশীডাঙ্গা গ্রামের মোসলেম আলীর পুত্র রবিউল ইসলাম (৪২) র্যাব সূত্রে জানাগেছে, গত ৩রা জুন বিকালে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ৩নং ওয়ার্ডের পৌরসভা এলাকায় পলীমঙ্গল স্কুল এন্ড কলেজের সামনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে জানতে পেরে তাদেরকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় হস্তান্তর পুর্বক মামলা রুজু করা হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।