স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থ দ্বন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী জহিরুল মোড়লকে আটক করা হয়েছে। র্যাব সূত্রে জানাগেছে, গতকাল বিকালে সদর থানার বাকাল এলাকায় অভিযান চালিয়ে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাকে আটক করে। আটককৃত হল সাতক্ষীরা থানার লওয়াকাঠি দক্ষিন পাড়া গ্রামের মৃত হামিদ মোড়লের পুত্র জহিরুল মোড়ল ৬১। আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা র্যাব-৬ সিপিসি-১ কোম্পানি কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।