মীর আবু বকর ॥ সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ৯ টায় সাতক্ষীরা কালেক্টরেট পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান, অতিঃ পুলিশ সুপার ডিএসবি মোঃ আতিকুল ইসলাম, অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন, অতিঃ জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান, গণপূত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ সাকিউল আজম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিডি মোঃ বশির আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন কারিমী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি একেএম শফিউল আজম, বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, জেলা আলীগের যুগ্ন সাধাঃ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি শেখ হাসেম আলী সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সকল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় কেক কাটা সহ চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।