শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

সাতক্ষীরায় র‌্যালি আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৪ পালিত হয়েছে। “স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গতকাল সকাল ৯ টায় জেলা আইনজীবীর সমিতির ভবনের চতুর্থ তলায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেল ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজির সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ও জেলা জজ এম জি আজম, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, জিপি ও জেলা আইনজীবী সমিতির আহবায়ক শম্ভুনাথ সিংহ, পিপি এড আব্দুল লতিফ, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল। সভার স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদ্ দীন ফরাজী। সমাপনী বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেল ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি বলেন, লিগ্যাল এইড আইনি সেবা প্রদানের একটি উল্লেখযোগ্য স্থান। এখান থেকে এক সময় শুধু অসহায় ও দারিদ্র মানুষ সেবা পেতেন। বর্তমানে লিগ্যাল এইডের সেবা সর্বজনীন। রাষ্ট্রের সকল মানুষ সমস্যা অনুযায়ী এখান থেকে সেবা গ্রহণ করতে পারবে। বিশ্বের অনেক দেশে এমন দিন আছ একটিও মামলা হয় না। সেখানে লিগ্যাল এইডের মত প্রতিষ্ঠান প্রথমে উভয় পক্ষের সমস্যা সমাধান চেষ্টা করে। এখানে নিষ্পত্তি না হলে পরে আদালতে মামলা দায়ের করেন। কম সংখ্যক মামলা হলে দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়। লিগ্যাল এইড মানুষের আইনী সেবা প্রদানের একটি আস্থার স্থান। আগামীতে লিগ্যাল এইডের সেবা আরো প্রসারিত হবে।এর পূর্বে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে জাতীয় আইন সহায়তা দিবস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় সাতক্ষীরা জজশিপের বিজ্ঞ বিচারক, জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি সহ লিগাল এইডের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com