স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় লাজফার্মা লিমিটেড ফার্মেসী উদ্বোধন হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের জজকোর্টের সামনে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ফার্মেসি উদ্বোধন করেন লাজফার্মা লিমিটেডর প্রোপাইটার মোঃ আনিসুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাজফার্মা লিমিটেড কর্মকর্তা প্রকৌশলী আব্দুর রাশেদ মলিক, প্রকৌশলী তৌফিকুল ইসলাম, এহসানুল হক, লাজফার্মা সাতক্ষীরার ইনচার্জ রবিউল আলম টোকন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উলেখ্য ঢাকা লাজফার্মার একটি শাখা এটি। এখানে দেশি-বিদেশি ও ডিপার্টমেন্টাল সামগ্রী সহ সকল ঔষধ পাওয়া যাবে।