শুক্রবার, ২১ জুন ২০২৪, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ২ জনের করুন মৃত্যু ও গুরুতর আহত এক আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা বড়দল কলেজিয়েট স্কুলের এসএসসি-২০০৬ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত আশাশুনিতে প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ উদ্বোধন আইডিয়ালের আয়বর্ধকমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আগামী ২০৪১ সালের মধ্যে দেশে ৭৪ হাজার ২৫৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মজিদ সাহেবের সাথে মোঃ শাহাজাহান জমাদ্দার নিরাপদ সড়ক চাই এর বৈঠক সাতক্ষীরায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গ্রাফিক্স জোনের উদ্বোধন কালিগঞ্জে ঈদ পরবর্তী মতবিনিময় সভা

সাতক্ষীরায় লিডার্সের বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থাপন করে সম্মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স ও লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থাপন করে সম্মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের ম্যানগ্রোভ খেলাঘরে সংবাদ সম্মেলনে লিডার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম বলেন, সমাজসেবা অধিদপ্তর ও এনজিও ব্যুরো নিবন্ধন নিয়ে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে মানুষের পাশে দাড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। লিডার্স স্থানীয় প্রতিষ্ঠান হলেও জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে সুনাম রয়েছে। ইতিপূর্বে লিডার্স কোরিয়া থেকে ওয়ার্টার শোকেজ, চ্যানেল আই থেকে দূর্যোগ হিরো হিসাবে পুরস্কার ও আরব আমিরাত থেকে সুপেয় পানির উপর জায়েদ সাসটেন নিবিলিটি প্রাইজ পেয়ে বিদেশের মাটি থেকে দেশের সুনাম বয়ে এনেছে। তিনি আরও বলেন, সম্প্রতি একটি ফেসবুক গ্র“প অগ্রযাত্রা থেকে প্রচারিত হয়েছে লিডার্স বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছ থেকে অনুদান নিয়ে সেটি যথাযথ খাতে ব্যায় করেনি। কিন্তু তাদের এই তথ্য সঠিক নহে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে দাতা সংস্থার টাকা ব্যাংকের মাধ্যমে আসে। প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের দাতা সংস্থা তহবিল ব্যবস্থাপনা মনিটরিং করে। আমরা লিডার্স উক্ত অগ্রযাত্রা কর্তৃক প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের তথ্য প্রচার করলে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হবে। এসময় উপস্থিত ছিলেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com