স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় লেকভিউ সুইটস এন্ড বেকারী ৬নং বিক্রয় কেন্দ্র উদ্বোধন হয়েছে। গতকাল রাতে ৮টায় শহরের প্রাণকেন্দ্র পৌর ভূমি অফিসের পূর্বপাশে প্রধান সড়কের দোয়া ও ফিতা কাটার মাধ্যমে লেকভিউ সুইটস এন্ড বেকারী করা হয়। এসময় তুফান কনভেনশন সেন্টার এন্ড লেকভিউ নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল, আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি কল্যান ব্যানার্জী, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, বাস মালিক সমিতির সাবেক সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, লেকভিউ জিএম খান জাহান আলী, কামালনগর মসজিদের পেশ ইমাম মুফতি ইয়াছিন আলী সহ স্থানীয় ব্যবসায়ী ও তুফান কোম্পানীর লিসটেড এর সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুফতি মাহমুদ হাসান। উল্লেখ্য লেকভিউর সকল বিক্রয় কেন্দ্র থেকে গুনগত মান সম্মত খাবার পরিবেশন করে আসছে। নতুন এ কেন্দ্র থেকে সকল প্রকার উন্নতমানের বেকারী ও মিষ্টি সামগ্রী পাওয়া যাবে।