স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় শহীদ জায়েদার আত্মত্যাগ, খাসজমির আন্দোলন ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় কাটিয়া খামার বাড়ির হলরুমে কেন্দ্রীয় ভূমি কমিটি সাতক্ষীরার সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, আশেক ইলাহী, অধ্যাপক আনিছুর রহিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, উদীচির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, এড. জাফরউলাহ ইব্রাহিম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা গন ফোরামের সভাপতি আলিনূর বাবলু, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, ইদ্রিস আলী, প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের ভূমিহীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।